পহেলা ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য অভিযান: পরিবেশ উপদেষ্টা

0

পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য বাজারে বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

‘শুধু পলিথিন শপিং ব্যাগের জন্য। আর কোনো প্লাস্টিকের ব্যাপারে আপাতত না। এটা ব্যবসায়ীদের মধ্য থেকে একটা উস্কানি দেয়া হচ্ছে, সকল প্লাস্টিক বন্ধ করবে। এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। হলে সেটাতো গোপনে হওয়ার সুযোগ নাই। এটা প্রকাশ্যেই হবে। আলাপ আলোচনা করে হবে’, বলেন তিনি।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, বিশ্বের অন্য দেশ এ বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

‘পলিথিন শপিং ব্যাগ থেকে এক পাও পিছু হটবো না,’ বলেন তিনি।

এ বিষয়ে বিকল্প নিয়ে সরকারের কাঁধে না দিয়ে ব্যবসায়ীদের নিজেদেরও বিকল্প দেখানোর আহ্বান জানান তিনি।

পাটের বিষয়ে তিনি বলেন, ‘পাট তো আমার নিজস্ব শিল্প। আমি চরম দুষণকারী ট্যানারিকে পুষে যাচ্ছি কিন্তু আমি পাটকে প্রমোট করবো না এটা হতে পারে না। ফলে পাটকে প্রমোট করার জন্য যা যা করা দরকার আমার বিশ্বাস পাট মন্ত্রণালয় এটা করবে।’

সূত্র : বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com