ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), ওসি ও সাবেক মেয়রসহ ১৮৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের বিশেষ ট্রাইব্যুনাল-১ আদালতে ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের আশরাফুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় ময়মনসিংহ- ৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান, সাবেক পৌর মেয়র গোলাম কিবরিয়া, ৬ জন পুলিশ কর্মকর্তাসহ ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে এ মামলাটি দায়ের হয়।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী জানান, বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ফুলবাড়িয়া থানার ওসিকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন।