জাহান্নাম থেকে মুক্তির উপায়

0

প্রতিদান দিবসে আল্লাহ তাআলা মানুষের কাজের প্রতিদান দিবেন। আর তা হবে আমল অনুযায়ী। যে ব্যক্তি নেক আমল বা ভালো কাজ করিবে সে নাজাতপ্রাপ্ত হইবে। যে ব্যক্তি জাহান্নামের আজাব থেকে মুক্তি পেতে চায় সে যেন চারটি কাজ নিয়মিত আদায় করা এবং চারটি কাজ চিরতরে বর্জন করা। জাগো নিউজে তা তুলে ধরা হলো-

১. আদায় করতে হবে
ক. নিয়মিত নামাজ আদায় করা
খ. বেশি বেশি সাদকাহ করা
গ. কুরআন তিলাওয়াত করা
ঘ. বেশি বেশি তাসবিহ পড়া।
২. বিরত থাকতে হবে
ক. সর্বদা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে
খ. অপরের সম্পদ (হক) আত্মসাৎ করা থেকে বিরত থাকতে হবে
গ. চোগলখুরী করা থেকে বিরত থাকতে হবে
ঘ. পেশাবের ছিটা হতে বেঁচে থাকাতে হবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- পেশাবের ছিটা হতে বেঁচে থাক। কেনন অধিকাংশ কবরের আজাব হবে পেশাবের ছিটার জন্য।

সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উপরোক্ত বিষয়গুলোর প্রতি যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com