বিপিএলে সাকিবের খেলা নিয়ে যা জানাল চিটাগং কিংস

0

প্রায় আড়াই মাস পর (২৭ ডিসেম্বর) মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। তার আগে (সোমবার) বিপিএলের ড্রাফট থেকে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এরপরও সরাসরি চুক্তিতে ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে ড্রাফট শেষে কথা উঠেছে আসন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে সাকিব আল হাসানের খেলা নিয়ে।

যার জবাব দিয়েছেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তিনি সাকিবের খেলার বিষয়ে কোনো সমস্যা হবে না বলে আশাবাদী। প্রায় দশ বছর পর ফ্র্যাঞ্চাজিটি বিপিএলে ফিরে এসেছে। এরপর সরাসরি চুক্তিতেই তারা দলে ভেড়ায় সাকিবকে। এ ছাড়া বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও আগেভাগে কিনে নিয়েছে চট্টগ্রাম।  দেশি-বিদেশি মিলিয়ে সেই তালিকায় আরও শক্তি বাড়িয়েছে।

বিপিএলে সাকিবের খেলার বিষয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের বলেন, ‘আমরা সাকিবের ব্যাপারে ক্লিয়ারেন্স পেয়েছি। যখন ক্লিয়ারেন্স পেয়েছি যে সে খেলতে পারবে বাংলাদেশে, তখন আমরা চুক্তি করেছি। এ ছাড়া আমরা রংপুরের (সাকিবের গত আসরের দল) সঙ্গেও আলাপ করেছি যে, সাকিবের সঙ্গে তাদের কোনো চুক্তির ঝামেলা আছে কি না। সেখান থেকেও আমরা ক্লিয়ারেন্স পেয়েই চুক্তি করেছি। আশা করি তার খেলা নিয়ে সমস্যা হবে না।’

কেবল তাই নয়, দূরে থেকেও সাকিব চট্টগ্রামের দল সাজাতে সাহায্য করেছেন বলে জানান সামির। তিনি বলেন, ‘সে দেশের বাইরে থাকায় নিলামে নেই। তবে চুক্তির পর নিলাম নিয়ে কিছু পরামর্শ সে ইনপুট দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে ইনপুট দিয়েছি। সবার সম্মিলিত পরিকল্পনায় আমরা দল সাজাতে পেরেছি। প্রত্যাশা মতো সবাইকে পেয়েছি। চট্টগ্রাম ১০ বছর পরে (বিপিএলে) অংশ নিচ্ছে। খুব আগ্রহ নিয়ে এবারও আছি। আশা করি সবার আশা পূরণ করতে পারব।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com