বিকেলে ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া

0

হাসপাতালে চিকিৎসার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা বুধবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বলেন, আজ বিকেল সাড়ে ৫ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ নম্বরের ৭৯ নাম্বার রোডের ০১ (এক) নম্বর বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com