গণহত্যার দায়ে আওয়ামী লীগের আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই: খোকন
গণহত্যার দায়ে আওয়ামী লীগের আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই। এ দলকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) করিমপুর বাজারে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এর আগে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই নিহতের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রতি দেন।
তিনি বলেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগের আর রাজনীতি করার নৈতিক অধিকার নাই। এই দলকে চিরদিনের জন্য বাংলাদেশে নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এটা আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছি।
তিনি আরও বলেন, সেই দাবির পাশাপাশি বেগম খালেদা জিয়া ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে।