নয়াদিল্লিতে ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ড. ইউনূস
তৃতীয় ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৭ আগস্ট) শীর্ষ সম্মেলনে তিনি ভার্চুয়ালি যোগ দেন বলে জানা গেছে। এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
আজ সকাল সাড়ে ১০টা থেকে এই শীর্ষ সম্মেলনে ঢাকা থেকে ড. মুহাম্মদ ইউনূসের যুক্ত হওয়ার খবর জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।