বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

0

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৬ আগস্ট) দলের অন্যতম সেল ‘আমরা বিএনপি পরিবার’-এর সংগঠনের ব্যানারে এ কর্মযজ্ঞ পালন করা হয়।

রাজধানীর বিভিন্ন হসপিটালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন)।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামিল হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি শারিফুল ইসলাম প্রমুখ।

এদিকে, আহত ছাত্র-জনতা চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-সেলের মাধ্যমে সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছে।▫️

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com