আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় ছিল: ফয়জুল করীম
আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় ছিল। উপমহাদেশে মুসলমানদের শাসনের সময়েও হিন্দুরা ভালো ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
তিনি বলেন, আমার দাদা হিন্দুদের জন্য মাদ্রাসা ছেড়ে দিয়েছিলেন। আমাদের এলাকার হিন্দুরা আমাদের খুব ভালো জানে। আমরা চাই হিন্দুদের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে। ধর্ম-বর্ণ বাদ দিয়ে সবাই হাতে হাত রেখে শপথ গ্রহণ করে বলব আমরা সবাই এক ও অভিন্ন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে যে বক্তব্য দিয়েছেন তা উসকানিমূলক।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা কথা বলেন ইসলামী আন্দোলনের এ নেতা।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সবার সঙ্গে সাম্য ও মানবিক মর্যাদা থাকতে হবে। ৫ আগস্ট আমি বঙ্গভবনের মিটিংয়ে আপনাদের (হিন্দু) নিরাপত্তার কথা বলেছি। আপনাদের নিরাপত্তায় আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করছে।