শিরোপাজয়ী জুনিয়রদের শুভেচ্ছায় ভাসালেন সিনিয়ররা

0

 ২] যেই কাজটি সিনিয়ররা করতে পারেনি সেটিই করে দেখালো জুনিয়ররা। প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে জুনিয়র টাইগাররা। চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিকেট বিশ্বের প্রশংসার জোয়ারে ভাসছেন আকবর আলীরা। ছোট ভাইদের শুভেচ্ছায় ভাসিয়েছেন সিনিয়ররাও। ৩] মাশরাফি বিন মুর্তজার ভাষায়, ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের অভিষেক, রকিবুল, শরিফুল, ইমন এবং অন্যসব খেলোয়াড় ও দলের কোচিং স্টাফদের। আকবর ইউ বিউটি! শুধু আবেগটা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখো।

কী অসাধারণ অর্জন! বাংলাদেশের জন্য কী দারুণ এক মুহূর্ত।’ ৪] টুইটারে তামিম ইকবাল লিখেছেন, ‘২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হৃদয়ের গভীর থেকে জানাই অভিনন্দন। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।’ ৫] মুশফিকুর রহিম লিখেছেন, ‘কোনো সংশয় ছাড়াই বলতে পারি ক্রিকেটার হওয়ার পর আমার জীবনের সবচেয়ে বড় অর্জন এটা। এই ছেলেরা আমাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গর্বিত করেছে।’ ৭] ২০১৬ যুব বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘আমাদের ছেলেরা করে দেখিয়েছে! অভিনন্দন বাংলাদেশ।’ ৮] সৌম্য সরকার ফাইনালের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন!’ সাইফউদ্দিন লিখেছেন, ‘ইয়েস! আমরা করে দেখিয়েছি! বাংলাদেশের তরুণ বাঘেদের অভিনন্দন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com