অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশে সদ্য নিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুক্রবার (৯ আগস্ট) এক্সে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে শপথ গ্রহণ করেছেন।
এসময় বাংলাদেশে সম্প্রীতি ও সমৃদ্ধির সর্বোচ্চ সাফল্য কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এমনটি জানিয়েছে রেডিও পাকিস্তান।
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ জানিয়ে শেহবাজ ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে ড. ইউনূসের সহযোগিতা কামনা করেন।