শিক্ষার্থীদের ‘এক দফা’ দাবির সমর্থনে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও অন্যান্য আইনজীবীরা। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার) ভবনের সামনে থেকে আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ থেকে সরকার পতনের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তারা।
এসময় মিছিলটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে মাজার গেট দিয়ে বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন আবার সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশ করে।
বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সংবিধান সংরক্ষণ কমিটির সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও শাহ আহমেদ বাদল প্রমুখ।