সরকারকে জুলুম-অত্যাচারের পথ বন্ধ করে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে: মামুনুল হক

0

মাওলানা মামুনুল হক বলেছেন, ছাত্রসমাজের চলমান শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন ও ৯ দফা দাবির প্রতি আমরা সংহতি প্রকাশ করি। ছাত্রসমাজের ওপর যাতে আর একটি গুলিও চালানো না হয়, সেই দাবিও করি। আমরা এটাও স্পষ্ট করে বলতে চাই— আমরা কোনও প্রকার সহিংসতা সমর্থন করি না।’

দেশের চলমান পরিস্থিতিতে আজ শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে এখন এক অচল, অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। এ সব অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারকে জুলুম-অত্যাচারের পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে।’

মামুনুল হক দাবি করেন, শতভাগ নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

চলমান আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন মামুনুল। তিনি আহতের দ্রুত চিকিৎসা ও দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com