সরকার অবৈধ ক্ষমতা দখলে রাখতে প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করছে: খসরু

0

সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আলমগীর ও ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনসহ বিএনপির ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১৭ জুলাই) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মেনে উল্টো হামলা মামলা, হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে।

তারা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে দুজন শিক্ষার্থীসহ একজন নিরীহ লোককে হত্যা ও শত শত শিক্ষার্থীদের আহত করেছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে শিক্ষার্থীদের হত্যা করেছে, তাদের গ্রেপ্তার না করে উল্টো চট্টগ্রামের নিরীহ বিএনপি নেতাকর্মীদের প্রশাসন গ্রেপ্তার করা হয়েছে।

সরকার অবৈধ ক্ষমতা দখলে রাখতে প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করছে।

তিনি নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com