ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দিয়েছেন দেশটির একটি আদালত। খবর আল-জাজিরার।
ইমরান খান এবং তার স্ত্রী বুশরা খান (যিনি বুশরা বিবি নামেও পরিচিত) ফেব্রুয়ারিতে পাকিস্তানের নির্বাচনের কয়েকদিন আগে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। সেই সময় আদালত রায় দিয়েছিল, ২০১৮ সালে তাদের বিয়ে ছিল ইসলামি আইনের লঙ্ঘন।
ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের একজন মুখপাত্র বলেছেন, অভিযোগগুলো ‘খারিজ’ করা হয়েছে। অন্যদিকে খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা এক্স-এ পোস্ট করেছেন যে এই দম্পতি ‘খালাস’ পেয়েছেন।
২০২৩ সালের মে মাসে তার সমর্থকদের দ্বারা দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে এ সপ্তাহে আদালত তার জামিন বাতিল করায় ইমরান খান কারাগারে রয়েছেন। তার স্ত্রীও কারাগারে রয়েছেন এবং তিনি কখন মুক্তি পাবেন তা অনিশ্চিত।