খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই নাজুক, ডাক্তারদের কথাও আমলে নিচ্ছে না সরকার, রিজভী আহমেদ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার সকাল পৌনে ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।
রিজভী বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় বিনা অপরাধে দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দী রেখে নির্যাতন করা হচ্ছে। জেলের ভেতর হত্যার চেষ্টা চলছে। ৭৫ বছর বয়সী দেশনেত্রীর অবস্থা চরম খারাপ। এখনি মুক্তি দিয়ে দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা না করলে আমরা তাঁর জীবনহানীর আশংকা করছি।
রিজভী বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। দেশের মানুষকে তারা মানুষ মনে করেনা। ক্ষমতায় থাকার জন্য গণশত্রুতে পরিনত হতে দিধা নেই কিন্তু ক্ষমতা তাদের চাইই চাই। হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পরিণতি ভালো হয়নি, আপনাদেরও হবে না।