দেশে গণতন্ত্র নেই, আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হবে: নজরুল
যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঠিক করতে সমমনা তিনটি দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল শুক্রবার রাজধানীর গুলশান কার্যালয়ে এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করে দলটি।
সরকার পতনের চলমান আন্দোলনকে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দেশকে রক্ষা করতে লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি, দেশের মানুষ আজ প্রতীক্ষা করছে একটা পরিবর্তনের। আমরা সবাই মিলে এ দেশকে মুক্ত করার জন্য চেষ্টা করব।’
তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে যে একদফা আন্দোলন, মূলত সেই আন্দোলনেই আমরা আছি। এর অংশ হিসাবে আমরা দেশনেত্রীর মুক্তি চাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির অবসান চাই। আমরা আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করব।