ফ্রান্সের পার্লামেন্টে বড় ধাক্কা খেল কট্টর ডানপন্থীরা

0

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে গণনাও অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ফলাফল অনুসারে, এই নির্বাচনে বামপন্থীদের জয়জয়কার হয়েছে। বিপরীতে প্রথম ধাপে চমক দেখানো কট্টর ডানপন্থী নেতা মেরি ল পেনের দল অনেকটাই পিছিয়ে পড়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন অনুসারে, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে মেরি ল পেনের দল ন্যাশনাল র‍্যালি এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপের ভোট ল পেনের বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠিত হওয়ার কারণে ন্যাশনাল র‍্যালিকে পিছিয়ে পড়তে হয়েছে। তবে কোনো দল বা জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি।

ফরাসি সরকারের দেওয়া তথ্যানুসারে, দেশটির ৫৭৭ আসনের পার্লামেন্টে বামপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট পেয়েছে ১৮৮ আসন, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উদারপন্থী দল পেয়েছে ১৬১টি আসন। আর পেরি ল পেনের ন্যাশনাল র‍্যালি দল পেয়েছে ১৪২টি আসন, যা বিগত ৫০ বছরের মধ্যে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে নিজ দলের ভরাডুবির পর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে সম্প্রতি মাখোঁ দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন। প্রথম ধাপের নির্বাচন শেষে তাঁরা এই কৌশল তাঁর দলের জন্য হিতে বিপরীত হয়ে দেখা দিয়েছিল। প্রথম ধাপের নির্বাচন শেষে দেখা গেছে, কাস্ট হওয়া ভোটের এক-তৃতীয়াংশ (৩৩ দশমিক ১৫ শতাংশ) ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে ছিল ল পেনের ন্যাশনাল র‍্যালি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com