যেকোনো পরিণতি মেনে নিতে প্রস্তুত রয়েছি: মিট রমনি

0

মার্কিন সিনেটে দলের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের পক্ষে ভোট দেয়া যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর মিট রমনি বলেছেন, তার জন্য অকল্পনীয় কোনো বিপর্যয় নেমে আসতে পারে জেনেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে ভোট দিয়েছেন। এর যেকোনো পরিণতি মেনে নিতে জন্য প্রস্তুত রয়েছেন তিনি।

গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের ইমপিচমেন্টের ওপর ভোটাভুটিতে ৪৮ সিনেটর প্রস্তাবের পক্ষে এবং ৫২ সিনেটর বিপক্ষে ভোট দেন। মার্কিন সিনেটে রিপাবলিকান দলের ৫৩ আসন এবং ডেমোক্র্যাট দলের ৪৭ আসন রয়েছে। কিন্তু মিট রমনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ইমপিচমেন্টের পক্ষে ভোট দেয়ায় ডেমোক্র্যাটদের পক্ষে একটি ভোট বেশি পড়ে। কিন্তু তারপরও ট্রাম্পকে ইমপিচ করা সম্ভব হয়নি।

সিনেটের ভোটাভুটিতে ক্ষমতায় টিকে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার মিট রমনির কড়া সমালোচনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com