রোনালদোর রেকর্ড, জুভেন্টাসের হার

0

বল পায়ে প্রতিপক্ষের গোলমুখে ত্রাস জারি রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিরি আ ফুটবল আসরে জুভেন্টাসের জার্সিতে প্রথম ফুটবলার হিসেবে টানা দশ ম্যাচে গোলের রেকর্ড গড়লেন এ  পর্তুগিজ ফরোয়ার্ড। তবে ম্যাচ শেষে আনন্দ মাটি হয় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর। শনিবার সিরি আ ম্যাচে ভেরোনার কাছে ২-১ গোলে হেরে যায় পয়েন্ট তালিকার শীর্ষ দল জুভেন্টাস। সিরি আ ফুটবল লীগে জুভেন্টাসের শেষ তিন ম্যাচে এটি দ্বিতীয় হার। আর চলতি মৌসুমে লীগে তৃতীয় বারের মতো হারের স্বাদ পেলো কোচ মাওরিসিও সারির দল। তিনটি হারই প্রতিপক্ষের মাঠে। এ হারের পরও তালিকার শীর্ষে আছে জুভেন্টাস।

তবে শীর্ষস্থান খোয়াতে পারে তারা। ২৩ ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ ৫৪ পয়েন্ট । এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট সংগ্রহ ইন্টার মিলানের।

শনিবার রাতে হেল্লাস ভেরোনার মাঠে ৬৫তম মিনিটে জুভেন্টাসকে লিড এনে দেন রোনালদো। চলমান আসরে ২০তম গোল করলেন

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। শীর্ষ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে পর্তুগিজ তারকা। ২৫ গোল করে শীর্ষে লাজিওর চিরো ইমোবিলে। সমতায় ফিরতে বেশি সময় নেয়নি পুরো ম্যাচে উজ্জীবিত ফুটবল উপহার দেয়া ভেরোনা। ৭৬ মিনিটে সমতা ফেরানো গোল করেন ফ্যাবিও বোরেনি। দশ মিনিট পর স্পটকিক থেকে জয়সূচক গোলটি করেন জাম্পাওলো পাজ্জিনি।

২০০৫ সালে জুভেন্টাসের জার্সিতে টানা ৯ ম্যাচে গোল করেছিলেন ফরাসি স্ট্রাইকার ডেভিড ত্রেজেগে। পরের ম্যাচে গোল করলেই রোনালদো ছুঁয়ে ফেলবেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও ফাবিও কোয়ালিয়ারেল্লার টানা ১১ ম্যাচে গোলের রেকর্ডটি। ১৯৯৪-৯৫ মৌসুমে ফিওরেন্টিনার হয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড বাতিস্তুতা ও ২০১৮-১৯ মৌসুমে সাম্পদোরিয়ার হয়ে ইতালিয়ান স্ট্রাইকার কোয়ালিয়ারেল্লা টানা ১১ ম্যাচে গোলের কীর্তি গড়েন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com