বাংলাদেশের বিজয়ে ইশরাকের নেতৃত্বে আনন্দ মিছিল
যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের বিজয়ের সঙ্গে সঙ্গেই রাজধানীতে ইশরাক হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে।
রবিবার রাতে টাইগারদের বিজয়ে গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে থেকে এই আনন্দ মিছিলটি বের হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে ক্রিকেটপ্রেমীরা অংশ নেন।
এ সময় বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ও সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে অভিনন্দন জানান।
সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে এখন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবার প্রতিযোগিতার ফাইনালে উঠেই এই কীর্তি বাংলাদেশের। আকবর-রাকিবুলরা তাই এখন ইতিহাসের অংশ।