লেবাননকে আরও একটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না: গুতেরেস

0

লেবাননকে আরও একটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার (২১ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক কথা বলেছেন তিনি। এসময় ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, এই পরিস্থিতি শান্ত করতে এবং ভুল গণনা রোধ করতে জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সাংবাদিকদের গুতেরেস বলেন, ‘একটি তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ—একটি ভুল গণনা—একটি বিপর্যয়কে আরও বেসামাল করে তুলতে পারে যা সীমান্তের বাইরে…সত্যি বলতে কি কল্পনারও বাইরে চলে যেতে পারে।’

এসময় তিনি আরও বলেন, ‘আসুন এ বিষয়টি পরিষ্কার করা যাক, এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না।’

অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। এতে হাজার হাজার ইসরায়েলি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সেখানে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলে রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পর কয়েক হাজার লেবানিজ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার বলেছে, হিজবুল্লাহর নিজেকে এবং লেবাননের ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষমতা রয়েছে। এসময় তিনি সতর্ক করে বলেন, ‘সম্ভবত এই অবৈধ শাসনের আত্মধ্বংসের সময় এসেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইরানের জাতিসংঘ মিশন বলেছেন, ‘নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলি শাসনের যেকোনও বিবেকহীন সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে।’

গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলের উত্তেজনা কমাতে এবং ভুল গণনা রোধে কাজ করছেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com