ঈদে জমবে লড়াই সাত নায়িকার

0

ঈদের বাকি আর মাত্র দুই দিন। দিন যতই কাছকাছি আসছে, ঈদের ছবি নিয়ে আলোচনা যেন ততই বাড়ছে। গান, টিজার, ট্রেলারে জমজমাট সামাজিক যোগাযোগমাধ্যম। ছবিপ্রেমীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও এবার ঈদের ছবি নিয়ে ব্যাপক আগ্রহ। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ লক্ষ করা যাচ্ছে ‘তুফান’ ঘিরে। এই ছবির নায়িকা ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশের প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের আগ্রহও ‘তুফান’ ঘিরেই। এ দিকে গতকাল মঙ্গলবার জানা গেছে, মুক্তির তালিকায় যোগ হয়েছে ‘আগন্তুক’ নামের আরেকটি ছবি, যে ছবির নায়িকা পূজা চেরী। মুক্তি তালীকায় থাকা ছয় ছবিতে বাংলাদেশ ও ভারত মিলিয়ে এবার ঈদে জমবে লড়াই সাত নায়িকার।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, ঈদে মুক্তির জন্য নিবন্ধিত ছবির সংখ্যা এখন পর্যন্ত ছয়টি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খান অভিনীত রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। এর বাইরে আরও যেসব ছবি মুক্তি পাচ্ছে, সেগুলো হচ্ছে রাশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘ডার্ক ওয়ার্ল্ড’, সুমন ধরের ‘আগন্তুক’, মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’। এসব ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরী, ববি, বুবলী, নিশাত সালওয়া ও কৌশানী মুখার্জিকে। দুই দেশের সাত নায়িকার ঈদ লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতেন, তা দেখতে অপেক্ষা করতে হবে ঈদের কয়েক দিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com