আল আকসায় জুমার নামাজ পড়তে দেয়া হলো না ফিলিস্তিনিদের

0

আল আকসা মসজিদ থেকে ফিরিয়ে দেয়া হয়েছে কয়েক শ’ ফিলিস্তিনিকে। গত শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন তারা। কিন্তু সেখানে তাদের নামাজ আদায় করতে দেয়া হয়নি।

শুক্রবার সকালে ফিলিস্তিনিদের বহনকারী বেশ কয়েকটি বাস জেরুজালেমে প্রবেশ করে। সে সময় ইসরাইলি বাহিনী ওই বাসগুলোকে আটক করে। তারা বাসগুলোকে ইউটার্ন করে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ইসরাইলি দখলদার বাহিনীর দাবি, ওই এলাকায় বিশৃঙ্খলা প্রতিরোধ করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। আল আকসা মসজিদে শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে ওই এলাকায় অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

নামাজ পড়তে আসা বেশ কয়েকজন মুসল্লি বলে, আমাদের মসজিদে প্রবেশ করতে না দেয়ার কোনো অধিকার পুলিশের নেই। তারা লোকজনকে বিনা অপরাধে শাস্তি দিচ্ছে। এটাই প্রথম এমন ঘটনা নয়।

গত সপ্তাহেও কয়েক হাজার মুসল্লিকে আল আকসায় প্রবেশ করতে দেয়া হয়নি। শান্তি পরিকল্পনা ঘোষণার পর প্রথমবারের মতো গত শুক্রবার আল আকসায় নামাজ আদায় করতে যায় কয়েক হাজার ফিলিস্তিনি। কিন্তু তাদেরও মসজিদে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি ইসরাইলি বাহিনী তাদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করেছে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com