আমাদের মধ্যে বই না পড়ার প্রবণতা দেখা দিয়েছে: মির্জা ফখরুল

0

বিএনপির মহাসচিব এবং জিয়া স্মৃতি পাঠাগারের প্রধান পৃষ্ঠপোষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এখন বই পড়তে চাই না। আমাদের মধ্যে বই না পড়ার প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে ছাত্রদের মধ্যে বেশি প্রবণতা দেখা যাচ্ছে। তারা বই পড়তে চায় না।’

মঙ্গলবার (১১ জুন) দুপুরে মানিকগঞ্জ শহরে জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শনকালে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বই পড়ার অভ্যাস করতে হবে। নতুন বই পড়তে হবে। এখন তো মোবাইলে সবকিছু পাওয়া যায়। তবে মোবাইলে যা পাই, আর বইতে যা পাওয়া যায় তাতে অনেক পার্থক্য।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘দেশের ইতিহাসসহ ভূগোল জানা দরকার। রাজনীতি জানা দরকার। সেই সঙ্গে বিজ্ঞানের ছাত্রদের বিজ্ঞান সম্পর্কে জানা দরকার; সমাজকে জানা দরকার। সবমিলিয়ে বই পড়ার মাধ্যমে জ্ঞানের ভাণ্ডারকে বিস্তৃত করা প্রয়োজন। জিয়া স্মৃতি পাঠাগারে শুধু শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান বা জাতীয়তাবাদী চিন্তাধারা সম্পর্কিত বই থাকবে এমনটা নয়, এখানে সব ধরনের বই থাকবে।’

মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় জেলা বিএনপির নেতা গোলাম কিবরিয়া সাঈদের নিজস্ব বাড়িতে এই পাঠাগার স্থাপন করা হয়েছে।

পাঠাগার উদ্বোধনের সময় জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com