এ বাজেট সাধারণ মানুষকে করের জালে ফাঁসাবে আর লুটপাটকারীদের বাঁচাবে: গণফোরাম
গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘এই উচ্চ বিলাসী বাজেট সাধারণ মানুষকে করের জালে ফাঁসাবে আর লুটপাটকারী, ঋণখেলাপী ও পাচারকারীদের বাঁচাবে।’
শনিবার (৮ জুন) মতিঝিলে দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
সুব্রত চৌধুরী বলেন, দেশের মানুষের প্রতি এই কর্তৃত্ববাদী সরকারের কোনও দায়বদ্ধতা নেই, জবাবদিহি নেই। বাজেটে জনগণের জন্য কিছুই নেই বরং দুর্বিসহ হয়ে যাবে জনজীবন। এই বাজেট ভোটারবিহীন ডামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ঋণ নির্ভর জালিয়াতিতে ভরা বাজেট।
তিনি বলেন, জনপ্রতিনিধি হতে এদেশের জনগণের ভোট শেখ হাসিনা সরকারের লাগে না, তাই এরকম জবাবদিহিবিহীন নির্লজ্জ বাজেটের পুনরাবৃত্তি চলতেই থাকবে। অতএব ঋণের বোঝা জনতার, ক্রিম চাটবে সরকার।