বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন দিলো এবি পার্টি
২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এবি পার্টির নেতাকর্মীরা রাজধানীর বিজয় নগরে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঝটিকা মিছিল বের করে। তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রতীকী ব্রিফকেসে আগুন দেন এবং নানা শ্লোগান দিয়ে ক্ষোভ করের।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সংসদে আজ যে বাজেট উপস্থাপিত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। কারণ এটা ট্যাক্স ও ঋণের বোঝা বাড়ানোর বাজেট।’
তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না।’