ভোটকেন্দ্রের বাইরে ব্যালেট নিয়ে যাওয়ায় ৩ জন আটক
রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে ব্যালেট নিয়ে যাওয়ায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার দানিশমন্দ ফজিল মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আটক তিন যুবক হলেন, জাকির মুজাহিদ অয়ন (২২), হাসানুজ্জামান হাসান (২৪) ও মো. রাসেল (২৫)। বাঘা উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক জাকির মুজাহিদ অয়ন বলেন, ভোট দেওয়ার পর একটি ব্যালট পেপার বাইরে পড়েছিল। সেটি নিয়ে পুলিশকে দেখালে তারা আটক করে নিয়ে আসেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আফরোজা খানম বলেন, কেন্দ্রে ভিজিট করে আসার সময় আমি দেখি বাইরে গণ্ডগোল হচ্ছে। এরপর স্যারেরা আমাকে ডাকেন। আমি তাদের চিনি না।
তিনি বলেন, তারা ভোট দিয়ে তিনটি ব্যালেটের একটি ব্যালট নিয়ে চলে গেছেন। পরিত্যাক্ত অবস্থায় ব্যালট পড়ে ছিল না। এটা সই করা পাওয়া গেছে। তারা ভোট দিয়ে নিয়ে চলে গেছেন। এটি মূলত ভাইস চেয়ারম্যানের ব্যালট ছিল।