চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন: ভাবতাছি ভোট দিয়া কী লাভ?

0

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাঁদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি হাজী আব্দুল্লাহ একাডেমিতে একটি বুথে এক ঘণ্টায় পড়েছে মাত্র একটি ভোট। আরেকটি বুথে একই সময়ে দুইটি ভোট পড়েছে। পাশাপাশি ওই কেন্দ্রসহ তিনটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে।

বুধবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে রাঙ্গামুলারকান্দি হাজী আব্দুল্লাহ একাডেমি কেন্দ্রে দেখা গেছে, দীর্ঘ লাইনের কথা মাথায় রেখে রশি দিয়ে কয়েকটি সারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছেন।মাঝেমধ্যে দুই একজন ভোটার এলে তাদেরকে ভোট কক্ষ দেখিয়ে দিচ্ছেন। এছাড়া একই উপজেলার ভাটদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোন্দারদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রও ফাঁকা দেখা গেছে।

রাঙ্গামুলারকান্দি হাজী আব্দুল্লাহ একাডেমির সামনে কথা দাঁদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের বাসিন্দা হারেন বিশ্বাস (৭৪) বলেন, শেখ মুজিবুরের ভোটে ভোট দিছি। সেই আমল থেকে ভোট দিয়া এখন পর্যন্ত একটা বয়স্ক ভাতা পাইলাম না। ভাবতাছি ভোট দিয়া কী লাভ? তবুও ভোট আইলে ভোটটা দিবার মন চায় বইলা ভোট দিতে চইলা আসি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com