জনগণ আওয়ামী সরকারের করুন পরিণতি দেখতে চায়: আমিনুল হক
আমিনুল হক বলেন, আজকে দেশের বিচার বিভাগের কথা বলেন, বিচার বিভাগ হচ্ছে একটা দেশের জনগণের শেষ আশ্রয়স্থল। সেই বিচার বিভাগকেও তারা দলীয় ও রাজনীতিকরণ করে ফেলেছে। এখন বিচার বিভাগও শেখ হাসিনার কথায় কথা বলেন।
তিনি বলেন, আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজ এই আওয়ামী সরকারের রাষ্ট্রীয় যন্ত্রের ভেতরে আরও অনেক রয়েছে। এদেরও দুর্নীতির প্রকাশ ও দুর্নীতিবাজদের এদেশের মাটিতেই বিচার হবে -ইনশাল্লাহ।
আমিনুল হক বলেন, বাংলাদেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়েছে। ব্যাংকগুলো খালি হয়ে গেছে। দেশের অর্থনীতির সংকটের ফলে সমাজের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারসহ সব পর্যায়ের মানুষের জীবনযাপনের চলাচল নাভিশ্বাসে গিয়ে পৌঁছেছে।
তিনি বলেন, বিদেশি প্রভুদের প্রভাব আর বেশিদিন থাকবে না। আওয়ামী সরকার বুঝে গেছে তাদের ক্ষমতার চেয়ার খুনে খেয়ে ফেলছে। এখনই সময়, রাজপথে দাঁড়িয়ে একটা ধাক্কা দেওয়া। রাজপথে দাঁড়িয়ে ধাক্কা দিলেই আওয়ামী সরকারের পতন নিশ্চিত।