সিরাজগঞ্জে বিজয়ী প্রার্থীর বাসার সামনে পরাজিতদের অস্ত্রের মহড়া
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবে সোবাহান শেখের বাসার সামনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মনিরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী মাহবুবে সোবাহান শেখের বাসার সামনে পরাজিত মারুফ হোসেন সুনামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে এ মহড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, পরাজিত প্রার্থী সুনামের সমর্থক পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-মামুনের নেতৃত্বে মাহবুবে সোবাহানকে ভয় দেখানোর জন্য এ অস্ত্রের মহড়া দেওয়া হয়। এর আগে অস্ত্র নিয়ে মোটরসাইকেলেও শোডাউন করেন তারা।