সাজাপ্রাপ্ত আসামি সাদিয়া আফরোজ অস্ত্রসহ গ্রেফতার

0

পিরোজপুর সদর থানা পুলিশ বৃহস্পতিবার (২৩ মে) রাতে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদিয়া আফরোজ দোলাকে (৩৪) গ্রেফতার করেছে। এই নারী শহরতলীর দক্ষিণ মাছিমপুর এলাকার আবির শেখ প্রিন্সের স্ত্রী। এ সময় পুলিশ তার হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পিরোজপুর সদর থানার ওসি আশিকুজ্জামান জানান, তিনি ও এসআই রঞ্জিত সরকার সঙ্গীয় ফোর্স ও র‍্যাব-৮ এর একটি টিমের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী এলাকা হতে রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করে। এ সময় বাড়িতে তল্লাশিকালে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com