২৯ মে উপজেলা নির্বাচনও মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার মানুষ নির্বাচনও বর্জন করবে: রিতা

0

আসন্ন ২৯মে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি।

বুধবার (২২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সাটুরিয়া উপজেলার বালিয়াটি বাজার, ধানকোড়া বাজার এবং সাটুরিয়া বাজারের বিভিন্ন স্থানে ভোট বর্জনের প্রচার পত্র বিতরণ করেন।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা সাংবাদিকদের বলেন. দেশ বাঁচাও মানুষ বাঁচাও এ স্লোগানকে সামনে রেখে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমারা ভোট বর্জনের ঢাক দিয়েছি। আজ সাটুরিয়া উপজেলায় ভোট বর্জনের এ কর্মসূচি পালন করেছি। আমরা অল্প সময়ে অনেক নেতা কর্মীকে মাঠে পেয়েছি। সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে ১ম ও ২য় দফা ভোট বর্জন করেছে। আশা করছি আগামী ২৯ মে উপজেলা নির্বাচনও মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার মানুষ নির্বাচনও বর্জন করবে।

মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা নেতাকর্মীদের নিয়ে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এ প্রচারপত্র বিতরণ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com