হামলা-নির্যাতন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না: রিজভী

0

বুধবার সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে হামলার শিকার হয়ে গুরুতর আহত ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সহ-সভাপতি মো. ঝলক মিয়াকে দেখতে গেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, হামলা করে নির্যাতন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না।

রিজভী বলেন, দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ-যুবলীগ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে খুন, ভাঙচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে তারা। তাদের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ। নারী-পুরুষসহ সমাজের তরুণ সমাজ তাদের দ্বারা আজ আক্রান্ত।

এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com