ছাত্রদলের সাবেক সভাপতি–সহসভাপতির ওপর ছাত্রলীগের হামলা
রাজধানীর শাহবাগে শিল্পকলা একাডেমি গেটের উল্টো পাশের ফুটপাতে ছাত্রলীগ–যুবলীগের হামলায় আহত হয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ঝলক।
মঙ্গলবার (২১ মে) রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের কেউ মুখ খুলছেন না।
মিয়া মোহাম্মদ ঝলক জানান, রাতে তাঁরা দুজন (শ্রাবণ) শিল্পকলা একাডেমির উল্টো পাশের ফুটপাতে চা পান করছিলেন। এ সময় ১৫ থেকে ২০ জন সেখানে এসে শ্রাবণের সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে শ্রাবণকে মারধর শুরু করে। এগিয়ে এলে ঝলকেও লোহার পাইপ, হাতুড়ি, চাপাতি দিয়ে মারধর শুরু করে। পরে শাহবাগ থানা–পুলিশ তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি গণমাধ্যমকে বলেন, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। দায়ীদের গ্রেপ্তারের জোর দাবি জানান রিজভী।