জামিন পেলেন শামসুজ্জামান দুদু
টেলিভিশন টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে হুমকি দেয়ার অভিযোগ তুলে ছাত্রলীগ নেতার করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন মঞ্জুর করেন।
এদিন দুপুরে জামিনের মেয়াদ শেষ হওয়ায় ছাত্রদলের সাবেক এই সভাপতি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত পরবর্তী হাজিরার দিন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।