চট্টগ্রামের রাউজানে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

0

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হয়েছে গতকাল। চট্টগ্রামে দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) হাটহাজারী ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত এই তিন উপজেলায় চলবে ভোটগ্রহণ।

নির্বাচনে এই তিন উপজেলায় ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন।

একই তারিখে রাউজানেও নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এই উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে না। অপরদিকে রাঙ্গুনিয়ায়ও চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে।

তবে এরই মধ্যে এখানে ভাইস চেয়ারম্যান পদেও একজন অন্যজনের সমর্থনে সরে দাঁড়িয়েছেন। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় এখন একক প্রার্থী হওয়া সত্ত্বেও এখানে ভোট গ্রহণের সব আয়োজন করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com