বোয়ালমারীতে ১০০ প্রবীণকে ভাতা প্রদান

0

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদীতে সাসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) সমৃদ্ধি কর্মসূচির অধিনে অসহায় প্রবীণদের পরিপোষক ভাতা প্রদান ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে কাদিরদীতে অবস্থিত প্রবীণ সামাজিক কেন্দ্রে প্রবীণদের হাতে ভাতা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন এসডিসির পরিচালক প্রশিক্ষণ মশিউর রহমান কচি, সহকারী পরিচালক খন্দকার নজরুল ইসলাম, ডা. সঞ্জয় কুমার দত্ত, সমৃদ্ধি কর্মসূচীর সমন্বায়ক দিদারুল আলম প্রমূখ। বিকাশ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় করেন সুবেদ চক্রবর্তী।সমাজের হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১০০ জন প্রবীণ এর হাতে ১ হাজার ৫ শত করে পরিপোষক ভাতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচীর অধিনে বছরে ৪ বার এ ভাতা দেওয়া হয়ে থাকে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com