ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্টে মুসলিমা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে এঘটনা ঘটে। শিশু মুসলিমা ওই গ্রামের মারফত আলীর কন্যা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শিশু মুসলিমা মাটিতে খেলা করতে ছিলো। এসময় বিদ্যুতের তারের জয়েন্টে হাত লেগে গেলে স্পৃষ্ট হয় সে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মুসলিমা আক্তারকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। শিশু মুসলিমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।