‘মুশফিককে দলে না নেয়ার কোনো কারণ নেই’

0

গুঞ্জন ছড়িয়েছে পাকিস্তানে টেস্ট খেলতে না যাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে নেয়া হবে না মুশফিকুর রহীমকে। তবে এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল তিনি বলেন, ‘মুশফিকুর রহীম আমাদের জাতীয় দলের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান। ও যদি ফিট থাকে, তাহলে কেন দলে নেয়া হবে না! এ আলোচনাই তো আসার কথা নয়। বিসিএল’র পর ও ইনিজুরিতে পড়েছিল। যতটা জানি আজ (গতকাল) ফিটনেস পরীক্ষা দিয়ে খেলার জন্য ফিট ছাড়পত্রও পেয়েছে। বিসিএল’র দ্বিতীয় রাউন্ডে খেলবে। আর ও পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যহার করেছে।

কিন্তু দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কোন কারণ দেখি না। কারণ সেখানে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টিও আছে। আমি মনে করি, মুশফিককে নিয়ে এসব কথা ভিত্তিহীন ও গুজব।’  মুশফিকুর রহীমও বলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কোনো কারণও দেখেন না। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ওই সিরিজকে সামনে রেখে প্রস্তুত হচ্ছি আমি।’
এছাড়াও গুঞ্জন রয়েছে নির্বাচকরা তিন টেস্টের জন্যই দল ঘোষণা করে করেছেন। পাকিস্তান সফরের জন্য মুশফিক দলে নেই। তাই জিম্বাবুয়ের বিপক্ষেও দলে থাকার কোনো সম্ভাবনা নেই। তবে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘আমরা কখনো তিন টেস্টের জন্য দল দিয়েছি এমন কথা বলিনি। আমরা শুধু পাকিস্তানের বিপক্ষে টেস্টের সিরিজের প্রথম ম্যাচের দল দিয়েছি। তাই বলে এমন নয় যে এই দলটি বাকি দুই টেস্ট ম্যাচেও খেলবে। এখান থেকে পরিস্থিতি, কন্ডিশন, ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনা করে বাকি দুই টেস্টে দলে নতুন কেউ আসবে আবার পুরনো কেউ বাদ পড়বে। মুশফিক ফিট থাকলে সেও দলে আসবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com