রাজশাহীতে প্রেমিকার ফেসবুক আইডি হ্যাক করে অশ্লীল ছবি প্রকাশের দায়ে তরুণের কারাদণ্ড

0

রাজশাহীতে সাবেক প্রেমিকার ফেসবুক আইডি হ্যাক করে অশ্লীল ছবি প্রকাশের দায়ে এক কলেজছাত্রকে তিন বছর কারাদণ্ড দিয়েছে সাইবার ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন অপু কুমার সাহা (১৯)। তিনি নাটোরের নলডাঙ্গা থানার মৃত শ্রী নীরেন সাহার ছেলে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এতথ্য নিশ্চিত করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.