গুলি করে বাংলাদেশ ভূখণ্ড থেকে কৃষককে নিয়ে গেল বিএসএফ

0

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে নিজ জমিতে কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কৃষক আহত হয়েছেন। আহত অবস্থায় তাক টেনেহিঁচড়ে নিয়ে যায় বিএসএফ।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ গাজী (৩২) উপজেলার রামকৃষ্ণপুর এলাকার নিয়ামত আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে, ছলিমেরচর সীমান্ত এলাকার কৃষক গাজী, রুবেল ও সাহাবুল ১৫৭/২ (এস) সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের ভূখণ্ডে নিজ জমিতে কাজ করছিলেন।

এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। গাজী পায়ে গুলিবিদ্ধ হন। অন্য কৃষকরা পালিয়ে প্রাণে বাঁচেন। পরে গাজীকে ধরে নিয়ে যায় বিএসএফ।

৪৭ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি একজন আহত হয়েছে। সে ভারতে চিকিৎসাধীন রয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

তিনি জানান, এ ঘটনায় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী বিওপি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com