ইসরাইলি কোনো দূতাবাস নিরাপদ নয় বলে হুঙ্কার ইরানের

0

ইসরাইলি কোনো দূতাবাস নিরাপদ নয় বলে হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের বিমান হামলায় ইরান রেভল্যুশনারি গার্ডের সিনিয়র কমান্ডারসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্রে করে রোববার (৭ এপ্রিল) তিনি এ হুমকি দিল ইরান। খবর ডনের

খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি বলেন, হামলার জবাব কেমন হবে, তা দেখার অপেক্ষায় থাকুন। তিনি বলেন, ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরাইল অনেক দূতাবাস বন্ধ হয়ে গেছে।

এদিকে, ইরানের এই হুমকির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইল। গত সোমবারের হামলার বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ হামলায় ১৬ জন নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোয় সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক হামলার কথা স্বীকার করেছে ইসরাইলি বাহিনী, যেগুলোয় ইরানের রেভল্যুশনারি গার্ড অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে আসছিল বলে তাদের দাবি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com