রাহুল গান্ধীর দলের ইস্তেহার মিথ্যায় ভরা: দাবি মোদীর

0

রামমন্দির, সিএএ, গ্যাসের দাম কমানোর পরেও দেশজুড়ে ভোটপ্রচারে ঘাম ঝরাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজস্থানের আজমির শরিফের সভায় কংগ্রেসকে একহাত নিলেন তিনি।

রাহুল গান্ধীর দলের ইস্তেহার মিথ্যায় ভরা দাবি করে মোদী বলেন, এর পাতায় পাতায় ভারত ভাঙার চক্রান্ত রয়েছে ।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মুসলিম লীগ মার্কা ইস্তেহারের সবকিছুই এরই মধ্যে দখল করেছে বামপন্থিরা। আজ কংগ্রেসের কাছে আদর্শ বা নীতি কোনো কিছুই নেই। মনে হচ্ছে, কংগ্রেস যেন সবকিছুই চুক্তিতে দিয়ে দিয়েছে, পুরো দলটিকে আউটসোর্স করতে হচ্ছ। এরপর দুর্নীতির প্রশ্নেও কংগ্রেসকে আক্রমণ করেন মোদী।

এর আগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। ইস্তেহারে মূলত পাঁচটি ন্যায়ে জোর দেওয়া হয়েছে। নারীদের জন্য ন্যায়, তরুণদের জন্য ন্যায়, কৃষকদের জন্য ন্যায়, শ্রমিকদের জন্য ন্যায় ও সামাজিক ন্যায়। এই পাঁচ ন্যায়ের অধীনে মোট ২৫টি গ্যারান্টির কথা বলছে হাত শিবির।

সূত্র: এনডিটিভি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com