টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন
টঙ্গীতে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার বেলা ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদুল সাইম জানান, বেলা ১টার দিকে ওই ওষুধ কারখানার নীচতলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিট আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।