৫০ ভাগের কম ভোট হলে ফের ভোটগ্রহণের আইন করতে হবে, বললেন এম হাফিজউদ্দীন খান

0

রোববার নিউজ টুয়েন্টিফোরের এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দীন খান আরো বলেন, যেখানে ৭০ ভাগ লোক অনুপস্থিত সেখানে এ ধরনের নির্বাচন করাটা অর্থহীন। ভোট কেন্দ্রে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, তারপরেও কেনো ভোট দিতে লোক আসেনি, এ বিষয় নিয়ে একটু গবেষণা করা দরকার।

এদিকে সাক্ষাৎকারে নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে আগ্রহ হারাচ্ছে ভোটাররা, আশঙ্কাজনকভাবে কমছে ভোট গ্রহণের হার, এবার ঢাকার দুই সিটিতে ৫৫ লাখ ভোটারের মধ্যে ১৪ লাখ ৭২ হাজার ভোটার ভোট দিয়েছে, যাতে ভোট গ্রহণের হার নেমেছে ২৭ শতাংশে।

তিনি বলেন, শতভাগ ভোট পাওয়া একটা দল কেনো ভোট পাচ্ছে না। সুতরাং ভোটের প্রতি মানুষের অনীহা হওয়াটা স্বাভাবিক, ভোটগ্রহণ কম হয়েছে এটি তারই প্রতি ফলন।

নির্বাচন কমিশন এবং রাজনৈতিক ব্যক্তিদের আরো গভীরভাবে ভাবতে হবে, এ অবস্থা ঘটতে থাকলে রাজনৈতিক অবস্থার পরিস্থিতি খারাপ দিকে যাবে। নির্বাচনী ব্যবস্থা ভেঙ্গে যাবে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পথ রুদ্ধ হয়ে যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com