মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলে শুভসূচনা করেছে গুজরাট টাইটানস

0

মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলে শুভসূচনা করেছে গুজরাট টাইটানস। শেষ দিকে হঠাৎ মুম্বাইয়ের ব্যাটিংয়ে ধ্বস নামিয়ে ৬ রানের দারুণ জয় পেয়েছে গুজরাট।

গতকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৮ রান করে গুজরাট। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পারে মুম্বাই।

দল না জিতলেও এদিন দারুণ একটি রেকর্ড করেছেন মুম্বাইয়ের পেসার জাসপ্রিত বুমরাহ। গত আসরে ইনজুরির কারণে খেলতে না পারলেও দলের তীক্ষ্মতার কমেনি বুমরাহের। আইপিএলে ফিরেই দারুণ একটি ম্যাচ খেললেন এই পেসার।

গুজরাটের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন বুমরাহ। এতে আইপিএলের সব বোলারকে ছাড়িয়ে গেছেন তিনি।

এ নিয়ে মোট ১৭ বার ৩ উইকেট শিকার করার কীর্তি গড়েছেন বুমরাহ। যা আইপিলের ইতিহাসে আর কেউ করতে পারেনি। হৃদিমান শাহা, শাই সুদর্শন ও ডেভিড মিলারকে ফিরিয়ে দারুণ এই রেকর্ডটি করেন বুমরাহ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.