স্ত্রীর পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা কি ওয়াজিব?

0

নির্ভরযোগ্য মত অনুযায়ী স্ত্রীর পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা স্বামীর ওপর ওয়াজিব নয়। স্ত্রী যদি সম্পদশালী হয়, তাহলে তার সদকাতুল ফিতর আদায় করা তার ওপর ওয়াজিব হবে। তবে স্ত্রীর পক্ষ থেকে স্বামী সদকায়ে ফিতর আদায় করে দিলে তা আদায় হয়ে যাবে। আদায় করার আগে স্ত্রীকে বলে নেওয়া ভালো, তবে অনুমতি না নিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে।

রমজান ও ইদুল ফিতরের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো সদকাতুল ফিতর। সম্পদশালী মুসলমানদের পাশাপাশি দরিদ্র মুসলামানরাও যেন ঈদের আনন্দে শামিল হতে পারে, সে জন্য আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলা ফিতরা বা সদকাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছেন, যা ঈদের নামাজের আগে প্রদান করতে হয়। এই দানকে জাকাতুল ফিতরও বলা হয়।

ইদুল ফিতরের দিন সকালে যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের (সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসাপণ্য) মালিক থাকে, তার ওপর ওয়াজিব হয় তার নিজের পক্ষ থেকে এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com