পোশাকশ্রমিকদের রেশন দেওয়ার চেষ্টা আমি করব: শ্রম প্রতিমন্ত্রী
পোশাকশ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, পোশাকশ্রমিকদের রেশন দেওয়ার চেষ্টা আমি করব। আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করলে তিনি এটা গ্রহণ করবেন।
বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএম জি টিসিসি)-এর ১৭তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমরা শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমি আশা করি, যথাসম্ভব শিগগিরই আমি এটা চালু করব ইনশাল্লাহ।
সভায় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. মাহবুব হোসেনসহ পোশাক কারখানা মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।