ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে উঠবে নতুন সিনেমা
এক মাস সিয়াম সাধনা শেষে আসবে খুশির ঈদ। ঈদ উৎসবে প্রেক্ষাগৃহে উঠবে নতুন সিনেমা। এখনই মুক্তি প্রতীক্ষিত সিনেমা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ইতোমধ্যে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান তাদের সিনেমার নাম ঘোষণা করেছে। এ তালিকায় রয়েছে ডজনখানেক সিনেমা।
এগুলোর মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো– ‘রাজকুমার’, ‘কাজল রেখা’, ‘সোনার চর’, ‘ডেড বডি’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’, ‘চক্কর’, ‘আহারে জীবন’, ‘মোনা: জ্বীন-২’, ‘পটু’। চলচ্চিত্রবোদ্ধারা বলেছেন, ঈদের সিনেমা নিয়ে আগাম ঘোষণা এলেও শেষ মুহূর্তে সরে যায় অনেক সিনেমা। অনেকেই ধারণা করেছেন, হয়তো গত ঈদের মতো এবারও পাঁচটি সিনেমা মুক্তি পেতে পারে। ঈদে শাকিব খানের সিনেমা থাকে দর্শক আগ্রহের কেন্দ্রে। এবার মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘রাজকুমার’। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।
একটা সময় এক ঈদে শাকিবের পাঁচটি ছবিও মুক্তি পেত। তবে এ ধারার ব্যত্যয় হয়েছে। এবার এক সিনেমা দিয়েই ঈদে শাকিব তাঁর উপস্থিতি জানান দেবেন। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। এতে শাকিবের সহশিল্পী কোর্টনি কফি। গত ১১ মার্চ শাকিব খান তাঁর ফেসবুকে লেখেন, ‘রাজকুমার কামিং দিস ঈদুল ফিতর’! পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘অনেক বড় পরিসরে রাজকুমারের শুটিং হয়েছে, যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধু নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক মার্কিন পেশাদার কলাকুশলী কাজ করেছেন, সঙ্গে বাংলাদেশের টিম তো ছিলই। সিনেমার গান, লোকেশন, অভিনেতা-অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে, যা প্রেক্ষাগৃহে এলেই চমকে দেবে সবাইকে।